গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:- বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণী গয়েশপুর ১৪ নম্বর ওয়ার্ডের ২৬৭ নম্বর বুথে গয়েশপুর মন্ডলের সাধারণ সম্পাদক বিজেপির সুবীর বিশ্বাস কে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপক উত্তেজনা। ঘোষপুর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস কে এইএমস এ নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাকে দেখতে আসেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এরপর তিনি গয়েশপুর ২৬৭ নম্বর বুথ যেখান থেকে প্রথম বিজেপি উচ্চ এজেন্টকে মারধর দিয়ে বের করে দেওয়া হয় সেখানে তিনি নিয়ে গিয়ে এজেন্ট বসান এবং বর্তমানে ওইসব বুথে রয়েছেন সান্তনু ঠাকুর। সান্তনু ঠাকুরের দাবী এখানকার পুলিশ এবং এসপি তৃণমূলের দালালি করছে অনেক আগে থেকেই এখানকার একজন গুন্ডার গাম বলা হয়েছিল তাকে গ্রেফতার করতে
তিনি আজ সারাদিন গয়েশপুরেই থাকবেন বলে জানিয়েছেন এবং যে সমস্ত বুথ থেকে অভিযোগ আসছে বিজেপি এজেন্টদের তুলে দেয়া হয়েছে সেখানে নতুন করে এজেন্ট বসাচ্ছেন।