নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিচের ভোট নিজে দিতে পারল না নিজের গণতন্ত্রকে প্রয়োগ করতে পারল না ৭৩ বছরের এক বৃদ্ধ কান্নায় ভেঙে পড়ল মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন জঙ্গল গ্রামে বুথ নাম্বার ১৪ ১৫৭ নম্বর সংখ্যা পরিমল বাবু। তিনি ভোট দিয়েছিলেন তিনি একজন সরকারি কর্মচারী তিনি রেলে তার ভোটার লিস্ট ভোটার লিস্টের ১৫৭ নম্বর মদনপুর এক নম্বর জিপির ১৪ নম্বর ওয়ার্ডে জঙ্গল গ্রামে তিনি সকাল সকাল ভোট দেয়ার জন্য নির্বাচন কমিশনার যে মোবাইলে আসবে সে আসে যে আপনার নিজের ভোট নিজে দিন তারই সেই শব্দ শুনে তিনি গেছিলেন ভোট দিতে, কিন্তু গিয়ে দেখেন তিনি তার নাম ডিলিট হয়ে গেছে। তার প্রশ্ন এমনই প্রশ্ন উঠে আসছে মদনপুর জঙ্গল গ্রাম থেকে পরিমল বাবুর