নিজস্ব সংবাদদাতা, মালদা—-জলের তলায় মালদহের গাজোলের নয়াপাড়া কলোনি বাসিন্দারা ।জল যন্ত্রণায় ভুক্তভোগ ।জল নিকাশি ব্যবস্থা না থাকায় জল বের হচ্ছে না।তারই প্রতিবাদ জানিয়ে সোমবার ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে গাজোল – বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাদের দাবি, এলাকায় বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধি দের একাধিক বার জানিয়েও কোন লাভ হয়নি। সাধারণ মানুষের সমস্যা সমাধান না পেয়ে।এদিন পথ অবরোধ করা হয়। যদিও ব্লক প্রশাসনের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিজেপি বিধায়ক বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, বিধায়ক কি করছেন, তার কাজ করা উচিত। আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি। আগামী দিনে খতিয়ে দেখা হবে।গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন,আমরা এই বিষয়টি প্রশাসনের কাছে যদিও ক্ষমতায় রাজ্য সরকার তৃণমূলে থাকায় বিধায়কের কথা শুনছে না বলে অভিযোগ। বিধায়কের তহবিল থেকে এত বড় ড্রেন করা সম্ভব নয় পঞ্চায়েত সমিতি তরফ থেকে এই ড্রেন করা যেতে পারে বিধায়কের কথা গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। এদিকে ভুক্তভোগী বাসিন্দারা জানান, আমরা দ্রুত ড্রেন চাই। কয়েক বছর ধরে এমন সমস্যা হয়ে রয়েছে , কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে না। এই জলের সমস্যার জন্য অনেকেই বাড়িছাড়া হয়ে গেছে, অনেকেই বাড়ির মধ্যে চৌকির উপরে বসবাস করছেন। স্কুল পড়ুয়াড়া স্কুল টিউশন নিয়ে যেতে পারছে না, কোন পেসেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না । গ্রামবাসীদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন হুঁশিয়ারি দিয়েছেন ।এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
ড্রেন নেই, কাজও নেই— গাজোলে জলযন্ত্রণা ঘিরে রাজনৈতিক চাপানউতোর।












Leave a Reply