নলেজ সিটির বাঁধে জলবন্দি কৃষি, সমস্যা সমাধানে আশ্বাস প্রশাসনের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- রসপুর, ঘনশ্যামপুর, অমরপুর, জগন্নাথপুর, সন্তোষপুর, মোহনপুর, বসন্তপুর, মাহেশপুর, গ্রামের চাষী বৃন্দ দীর্ঘ ৩ বছর যাবৎ ডাকাতিয়া থেকে জল ঢোকার জন্য চাষ অবাধ করিতে পারছেনা। কারণ শিলমোহন বা নলেজ সিটির রাস্তা জোর যবস্তি করে কিছু অসাধু নেতা এই বাঁধ দিয়েছে। তার জন্য অমরপুর মোড়ে সকাল ১১টা থেকে তিনটে পর্যন্ত রাস্তা অবরোধ ও বিক্ষোভ
সভা চলে |উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া ব্লকের বিডিও সাহেব উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিকরা ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন সুইচগেট করে জল নিকাশির ব্যবস্থা করে দেবে ডাকাতিয়া খালের পর্যাপ্ত জল আর চাষের ক্ষতি হবে না | রাস্তা অবরোধের কেন্দ্র করে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে আগামী দিনে সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষ যোগাযোগের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ সমাধান করা যায় তার প্রতিশ্রুতি দেওয়া হয়। আশা করা যায় বিধায়ক এবং দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা এই বিষয়ে যথেষ্ট হবেন এবং সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *