মানুষের পাশে থাকার বার্তা, বস্ত্র বিতরণে হাসি ফুটল আয়া মাসিদের মুখে।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতাঃ-ইসলামপুর মহকুমা হাসপাতালের আঙিনায় সেদিন ছিল এক অন্য রকম দৃশ্য। চারপাশে হাসি, কৃতজ্ঞতার চোখ আর মানবিকতার উষ্ণতা। কারণ সেখানে ছিল ‘পাশে আছি’—যা শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম নয়, বরং মানুষের আবেগের আরেক নাম। এই সংস্থা বছরের পর বছর ধরে শুধু দুর্গাপূজা বা বিশেষ অনুষ্ঠানে নয়, সারা বছর জুড়েই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

প্রতিবছরের মতো এ বছরও তারা আয়োজন করেছিল এক অনন্য উদ্যোগ—মহকুমা হাসপাতালের আয়া মাসিদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া। ছোট্ট এই উদ্যোগে যেন ভেসে উঠল বড় এক মানবিক ছবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সমাজসেবক অমল কুমার সরকার, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক সুশান্ত নন্দী, সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বদ্ধ, সভাপতি পঙ্কজ ভগত সহ আরও বহু সমাজকর্মী। সবার উপস্থিতিতে আয়া মাসিদের মুখে যে আনন্দের হাসি ফুটল, সেটাই যেন প্রমাণ করে দিল—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *