জল আনতে গিয়ে চুরি ধরা পড়ল! হবিবপুরে সাবমারসিবল মোটর উধাও।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – — সাত সকালে ছুটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে।শুক্রবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা জল আনতে এসে দেখে সাবমারসিবলের পাম্পে মটর চুরি।এই ঘটনায় জানাজানি হাতেই স্থানীয়দের মধ্যে হৈচৈ পরে যায়।ঘটনার স্থলে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ তিনি এই ঘটনা দেখে খবর দেয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হবিবপুর থানা পুলিশ ঘটনা স্থলে তদন্ত শুরু করে কিভাবে এই মোটর চুরি গেল। গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ বলেন এই একটি মাত্র জলের পাম্প রয়েছে। প্রায় ৩০থেকে ৪০ টি পরিবারের এই সাবমাসবেলের জলের উপর নির্ভর করেএই এলাকা। এক মাত্র পাণীয় জলের ভরসা। এই সবমাসবলের পাম্পের মটর চুরি হওয়া সমস্যা পরেছে কি ভাবে এই ভাবে রাজ্য সরকারে পাশে চুরি হয়।প্রশাসনের কাছে দাবি জানাই শীঘ্রই এ ঘটনা তদন্ত করা হোক এত ঘনবসতি এলাকার মধ্যে কিভাবে চুরি ঘটনা ঘটে।এই ঘটনা সাথে যারা জড়িত হয়েছে তাদের আয়নাতে ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *