মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা ফের শুট আউটের ঘটনা ঘটলো এবার মালদা থানা এলাকায়।ভাইকে শুট করল দাদা। মালদায় শুট আউট ঘটনা চাঞ্চল্য। এবারে ভাইকে গুলি করল দাদা! ঘটনায় গুলিবিদ্ধ ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত। এবং অভিযুক্ত দাদার নাম মদন দত্ত। স্থানীয় সূত্রে খবর, দাদা-ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই টাকা-পয়সা এবং বাইক নিয়ে ঝামেলা চলছিল। এরই মধ্যে শনিবার বিকালে দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তের কাছে তার বাইক চাইতে যায়। কিন্তু ভাই প্রকাশ দত্ত বাইকে দিতে অস্বীকার করে। আর এই কারণেই মদন তার ভাই প্রকাশকে গুলি করে চম্পট দেয় বলে খবর। গুলি লাগে প্রকাশের কাঁধের নিচের অংশে। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এবং তদন্ত শুরু করে।
প্রকাশ দত্তকে গুলি করল দাদা মদন দত্ত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভাই।












Leave a Reply