মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর এলাকার ঘটনা। ভিডিতে দেখা যাছে, যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির।সেই সহায়তা শিবির থেকেই এনুমেশন ফ্রম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার। মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে।যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল।যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবী বিজেপির চক্রান্তে মানুষ ভীত।মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রোহিঙ্গা বাঁচানোর ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি, সাফাইয়ে তৃণমূল জেলা পরিষদ সদস্য।












Leave a Reply