আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি।

মনিরুল হক, কোচবিহার: আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চিত্রকর পাড়ায়। ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়ি থেকে কোনও আসবাবপত্রই স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা যায় নি। সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির ভেতর থেকে তিনটি গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে একটি বিকট আওয়াজ হয়। এরপরই আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির দুই সদস্যকে ঘর থেকে বের করে নিয়ে আসেন স্থানীয় লোকজন। পাড়ার লোকজন ঘরের জিনিস পত্র বের করার চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়ে ওঠে নি। কারণ আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে ঘরের ধারে কাছে যাওয়া যায় নি। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে।

বাড়ি মালিক পরিমল রায়ের স্ত্রী রিনা রায় জানান, আমি পুজো করে ঘরে এসে বসলাম। তারপর আমাদের পাশের ঘরের থেকে দুম করে একটা আওয়াজ এলো। পরে দেখি আমাদের ওই ঘরে আগুন লেগেছে। পরে সেখানে আগুন এতটাই যে কোন ভাবে ঘরে যেতে পারি নি। ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তারপর আমার পাশের ঘরে অসুস্থ অবস্থায় স্বামী শুয়ে রয়েছে। তাকে সেখান থেকে তুলে ঘরের বাহিরে আনলাম। আমার মনে হচ্ছে ওই ঘরের সুইচ বোর্ডের থেকে এটা ফায়ার হয়েছে। তারপর আর আমি কিছু বলতে পারছি না।

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *