নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে ফুলিয়ায় বিরোধী দলনেতার নির্বাচনী সভার সময় দুপুর 1টার বদলে সকাল 10 টায় করলো নদীয়া দক্ষিণ বিজেপি। আর বিরোধী দলনেতার সভার অনুমতি নিয়ে টালবাহানা করার অভিযোগ উঠলো শান্তিপুর বিডিও ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ফুলিয়ায় শুভেন্দু অধিকারীর নির্বাচনী জন সভার নির্ধারিত সময় দুপুর 1 টা ঠিক হলেও প্রশাসন সেই সভার অনুমোদন দিতে টাল বাহনা করে। ও শেষ মুহূর্তে সভার সময় সকাল 9 টা থেকে 1টার মধ্যে করার জন্য অনুমোদন দিয়েছে। আর সেই নিয়েই রবিবার ক্ষোভ প্রকাশ করেছেন রানাঘাটের বিধায়ক তথা বিজেপির রানাঘাট দক্ষিণের সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। রবিবার তিনি বলেন
Leave a Reply