নির্দলের জয়ী মহিলা পার্থী তাপসী আঢ্যর বাড়িতে চলল শাসকদলের বন্দুক নিয়ে হামলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের প্রভাব খাটিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা তৃণমূলের। নির্দলের জয়ী মহিলা পার্থী তাপসী আঢ্যর বাড়িতে চলল শাসকদলের বন্দুক নিয়ে হামলা। এমনই ঘটনার অভিযোগ উঠলো নদীয়া রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর পঞ্চায়েতে। অভিযোগ স্থানীয়দের আর এই ঘটনার প্রতিবাদ কে সমর্থন করল বিজেপি। এরই পরিপেক্ষিতে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ এই গ্রাম পঞ্চায়েতে যে ফলাফল প্রকাশ হয়েছে গতকাল সেই অনুযায়ী এই পঞ্চায়েত ত্রিশঙ্কু। সেই অনুযায়ী এখানে নির্ণায়ক নির্দল দুজন প্রার্থী। অভিযোগ রানাঘাট থানার পুলিশ একজন নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছে। এই জন্য প্রায় দেড় ঘন্টা রানাঘাট আইশতলা রাজ্য সড়ক অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকরা। তবে রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 20 টি তৃণমূল তৃণমূল 9 বিজেপির 9 নির্দল 2 টি আসন পেয়েছে অর্থাৎ নির্দল যেদিকে যাবে পঞ্চায়েত গঠন হবে তাদের মতামতের ভিত্তিতেই। তবে স্থানীয় সূত্রে খবর নির্দল প্রার্থীরা, যথেষ্ট ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *