পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হিংসাত্মক ভাবে বলি হয়েছেন ৪৭ জন। বিরোধীরা বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসের এই হিংসাত্মক পরিবেশ তৈরি করার বিরুদ্ধে লড়াই করেছেন। তারই প্রতিবাদে সিপিআইএমের বর্ধমান ১ এবং বর্ধমান ২ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বর্ধমান শহরে কেন্দ্রীয় মিছিল সংগঠিত করা হয়। এই কেন্দ্রীয় মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য অপূর্ব চ্যাটার্জি, জেলা সম্পাদক মন্ডলী সদস্য তাপস সরকার, বর্ধমান দুই এরিয়া কমিটির সম্পাদক সুদীপ্ত গুপ্ত সহ জেলা জেলা কমিটির সদস্যবৃন্দরা। জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য অপূর্ব চ্যাটার্জী বলেন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বহু জয়ী প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়নি। পাশাপাশি প্রশাসনিক আধিকারিক বৃন্দরা যেভাবে শাসক দলকে জেতানোর চেষ্টা করেছে তার ধিক্কার জানাই। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল
Leave a Reply