তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠান ও মিছিল অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চল অন্তর্গত তোড়কোনায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- জয়ের আনন্দে এবং জয়ের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠান ও মিছিল অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চল অন্তর্গত তোড়কোনায়। মিছিলের নেতৃত্ব দেন কৈয়ড় অঞ্চলের ২৫৩ নম্বর পঞ্চায়েত আসনের জয়ী প্রার্থী মুন্সী মনিরুল ইসলাম ওরফে রিপন মুন্সী। রবিবার সর্বপ্রথমে সবুজ আবির খেলায় মেতে ওঠে তোড়কোনা বাজার-সহ সংলগ্ন এলাকার মানুষজনেরা। পরে জয়ী প্রার্থীদের সবুজ আবির্ মাখিয়ে মালা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মিছিল অনুষ্ঠিত হয় তোড়কোনা বাজারে দলীয় কার্যালয় থেকে শুরু করে পুরো তোড়কোনা গ্রাম পরিক্রমার মধ্যে দিয়ে। মিছিলে অংশগ্রহণ করে ২৬নম্বর বুথের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী মীর সফিকুল ইসলাম,২৫১ নম্বর বুথের পঞ্চায়েত আসনে জয়ী প্রার্থী আগমনী চক্রবর্তী (দলুই), ২৫২ বুথের পঞ্চায়েত আসনের জয়ী প্রার্থী নিবেদিতা পন্ডিত,২৫৩ নম্বর বুথের পঞ্চায়েত আসনের জয়ী প্রার্থী মুন্সী মনিরুল ইসলাম ওরফে ‘রিপন’ সহ তৃণমূল নেতা দিলীপ চক্রবর্তী, নেত্রী ঝর্ণা পাল সহ আরও অন্যান্য অনেকে।
মিছিল শেষে মুন্সী মনিরুল ইসলাম বলেন, ‘আজকে আমরা জয়ের খুশিতে একটি শান্তিপূর্ণ মিছিল সংগঠিত করলাম। আমাদের তিনটি বুথেই প্রার্থীরা খুবই ভালো ভোটে জয়লাভ করেছে। তবে ২৫২ নম্বর বুথের জয়টা ছিল আমাদের জন্য একটা ঐতিহাসিক জয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *