রাজিবুল হকের পরিবারের সাথে দেখা করলেন মীনাক্ষী মুখার্জী।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে মৃত্যু হয় বামপন্থী যুবকর্মী রাজিবুল হক। আজ সেই বিষ্ণুপুরে রাজিবুল হকের পরিবার সহ প্রত্যেক আক্রান্ত দের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি ও পূর্ব-বর্ধমান জেলার ছাত্র-যুব নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জী বলেন, নিহত রাজিবুল হক আমাদেরই কর্মী এবং তার পরিবারটাও আমাকে তাই তার পরিবারটা দেখাশোনা করার দায়িত্ব আমাদের। যেভাবে আমাদের কর্মীদের এই পঞ্চায়েত ভোটে খুন করা হয়েছে, মারা হয়েছে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তার একদিন বিচার হবেই। সারা রাজ্যের মানুষ এখন একটা হচ্ছে। রাজ্য সরকার চাইনি, শান্তি বজায় থাকুক তাই বারবার এইরকম হিংসাত্মক ঘটনা ঘটছে গোটা রাজ্যজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *