নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ ওলাদেবী তলা এলাকায় নিজের বাড়িতে রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে অগ্নিদগ্ধ হলো এক মহিলা। হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধ ওই মহিলার নাম রিনা চক্রবর্তী, বয়স ৩৪ বছর। ঘটনাটি ঘটেছে এদিন সকালে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওরা দেবী তলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ঘরেই এদিন সকালে রান্না করতে গিয়ে হঠাৎই নাইটির পেছনে আগুন লেগে যায়। প্রথমে সে কিছু বুঝতে পারেনি, পরে আগুনের তিক্ততা বেড়ে যাওয়ায় তাঁর শরীরের কিছুটা অংশ ঝলসে যায়। এরপরই পরিবার এবং প্রতিবেশীরা তাঁর চিৎকার শুনে ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই জরুরি বিভাগে থাকা চিকিৎসক তাঁকে দেখেই মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। এর কিছুক্ষণ পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে।
Leave a Reply