জরুরি ভিত্তিতে বৈঠক করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জাতিগত শংসাপত্র নিয়ে পুরএলাকার বাসিন্দাদের ক্ষোভ নিরসনের পাশাপাশি সরকারি নির্দেশিত সঠিক পদ্ধতিতে এই শংসাপত্র অর্জন করার ব্যাপারে জানান দিতে এলাকার নাগরিকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

রবিবার বালুরঘাট শহরের চকভৃগুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিল্ডিং এর আলোচনা কক্ষে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।এই বৈঠকে পুরসভার চেয়ারম্যান ছাড়াও ছিলেন এলাকার কাউন্সিলররা।

পুরচেয়ারম্যান অশোক মিত্র বৈঠক শেষে এব্যাপারে জানান, এই পুরসভার অন্তর্গত চকভৃগু এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা, জনতা পাড়া এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ এমনকি ৭০ বছর পর্যন্ত এস টি, এস সি জাতির বহু মানুষ বসবাস করে আসছেন, কিন্তু তাদের কাছে তাদের কোন জাতিগত শংসাপত্র আজ পর্যন্ত হয় নি বা তারা করে উঠতে পারে নি। যার ফলে তাদের এই সব জাতিগত শংসাপত্রের জোরে যে সব সরকারি প্রকল্প ও নানান উন্নয়নমুলক সুযোগ সুবিধে পাওয়া উচিত ছিল। তা থেকে তারা বঞ্চিত থেকে যাচ্ছিল। এ নিয়ে আমাদের কাছে স্থানিওদের ক্ষোভের কথা কানে এসেছিল। আমরা বিষয়টি কাটিয়ে উঠবার জন্য স্থানিও জেলা প্রশাসন ও জেলাশাসকের সাথে কথা বলেছিলাম। তারা বিষয়টি আন্তরিকতার সাথে দেখছেন এবং যাতে দ্রুত কিছু পরিষেবা তাদের দেওয়া সম্ভব হয় সে ব্যাপারে তারা উচ্চমহলে কথা বলবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ আমরা এই ওয়ার্ডের ওই সব জাতিগত মানুষজনদের নিয়ে বৈঠকে বসে তাদের সব জানিয়ে আশ্বস্ত করার পাশাপাশি অনেক নাগরিক ভুল জায়গায় গিয়ে টাকা খরচ করে এই শংসাপত্র জোগাড় করতে গিয়ে কোন ধাপ্পাবাজের ক্ষপ্পরে না পড়েন সে ব্যাপারেও তাদের সাবধান ও সতর্ক করে দেওয়া হয় বলে পুরচেয়ারম্যান জানান। তিনি আরো বলেন পুরকর্তিপক্ষ বিষয়টি আন্তরিকতার সাথে দেখছে ও ব্যবস্থ্যা গ্রহনের চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
এখন দেখার কবে এই সমস্যা কাটিয়ে উঠে এলাকার বাসিন্দারাদের হাতে তাদের নিজ নিজ জাতিগত শংসাপত্র হাতে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *