এক মাস পর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো দিনহাটায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের এক মাস পর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো দিনহাটায়। মঙ্গলবার সকাল থেকে দলের বিজয়ী পঞ্চায়েত সমিতির সদস্য দলীয় নিয়ম শৃঙ্খলা ও সরকারি নিয়ম অনুযায়ী বিডিও অফিসে আসেন। তারপর বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। সেখান দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতির নাম উঠে আসেন তৃণমূলের প্রতীকে জয়ী হওয়া পঞ্চায়েত সমিতির সদস্যা তপতী রায় এবং সহ সভাপতি হাবিবুর রহমানের। ৪৮ জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের মধ্যে ৩৩ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ায় ওই দুজনকে সর্বসম্মতি ক্রমে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তপতী রায় এবং সহ সভাপতি হাবিবুর রহমানকে নির্বাচিত করা হয়। যদিও বিজেপির ১৫ জন বিজয়ী পঞ্চায়েত সমিতির সদস্য বিডিও অফিসে ঢুকে সই করে বোর্ড গঠন করে আগে তারা ওয়ার্ক আউট করে চলে যায় বলে জানা গিয়েছে। দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর সভাপতি ও সহ সভাপতিকে মালা পরিয়ে সংবর্ধনা দিয়ে ব্যান্ড বাজিয়ে মিছিল করে পৌরসভার আপনঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় কর্মী ও বিজয়ী পঞ্চায়েত সমিতির সদস্যরা আলাপচারিতা এবং নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিকে দলের ব্লক সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সংবর্ধনা দেন বলে জানা গিয়েছে।

জানা গেছে,দিনহাটা ১নং ব্লকের পঞ্চায়েত সমিতি ৪৮টি আসন রয়েছে। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৩৩টি আসনে।বাকি ১৫টি আসনে জয়ী হয় বিজেপি। দীর্ঘ ১ মাস পর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। এদিন দিনহাটা ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয় তপতী রায় এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হয় হাবিবুর রহমান। এদিন তারা সকালে পঞ্চায়েত সমিতির সদস্যরা হলুদ পাঞ্জাবী ও মহিলারা হলুদ শাড়ি পরে বিডিও অফিসে আসেন। পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা হওয়ার পর দলীয় নেতা কর্মীরা তাদের ফুলের মালা পরিয়ে মিছিল করে নিয়ে যান। তারপর নেতা কর্মীরা বিডিও অফিস সংলগ্ন এলাকায় সবুজ আবির দিয়ে অকাল হোলিতে মেতে উঠেন।

এদিন এবিষয়ে নব নির্বাচিত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় বলেন, আমি কোন দিন ভাবি নি যে পঞ্চায়েত সমিতির সভাপতি হবো। তবে দল যে গুরু দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো। তবে নতুন পদ পাওয়ার পর কিভাবে কি করবো তা এখনও ঠিক করি নি। পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাবো। তিনি আরও বলেন,আমাকে এতো বড় গুরু দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *