নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ব্যক্তিগত কাজে গিয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ফালাকাটায় ফিরছিলেন ফালাকাটার এক শিক্ষক রনি গোপ। আচমকাই দলগাঁও চা বাগানের কাছে আসতেই অন্ধকারের মধ্যে চোখ আটকে যায় তাঁর। তিনি ও তাঁর সঙ্গীরা লক্ষ্য করেন যে, চা গাছের ঝোপে বসে আছে একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। ছবি চাক্ষুষ করে ভয়ে সিঁটিয়ে যান গাড়ির ভেতরে বসা সবাই। তবে মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই চকিতে ওই লেপার্ডটি চা গাছের আড়ালে গা ঢাকা দিলে হাঁফ ছেড়ে বাচেন সবাই।
হঠাৎ দেখা মিলল পূর্ণ বয়স্ক লেপার্ড এর।

Leave a Reply