নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া:- বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মূল দরজার পাশেই হাসপাতালে ব্যবহৃত ক্ষতিকারক বায়ো মেডিকেল ওয়েস্ট এর আবর্জনার স্তুপের আকার রাখার ধারণ করেছে, হাসপাতাল জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, এই আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা, হাসপাতালে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ, রক্তমাখা গজ, তুলো, সেলাইনের বোতল, ব্লাড পাউচ, ডাক্তারদের ব্যবহার করা হ্যান্ড গ্লাভস, ব্লাড টেস্টের ভায়েল, সমস্ত কিছু পড়ে রয়েছে এই আবর্জনা স্তূপে, এই বায়ো মেডিকেল ওয়েষ্ট কোনরকম খোলা জায়গায় বা কোন ডাম্পিং গ্রাউন্ডে ফেলা যায় না, সেখানে দাঁড়িয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের ভেতরেই রয়েছে এই ক্ষতিকারক বায়োমেডিকেল ওয়েস্ট এর আবর্জনা, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোন একটি সংস্থাকে বরাত দেওয়া হয় প্রত্যেকটি হাসপাতাল থেকে এই বায়ো মেডিকেল ওয়েস্ট গুলি সংগ্রহ করার জন্য । দীর্ঘদিন ধরেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বায়ো মেডিকেল ওয়েস্ট সংগ্রহ করা হয়নি যে কারণেই হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে এই আবর্জনা, তবে কেন পরিষ্কার করা হয়নি উঠছে প্রশ্ন?
রোগীর আত্মীয়রা জানাচ্ছেন দ্রুত এই আবর্জনা পরিষ্কার করা হোক হাসপাতাল চত্বর থেকে।
বিষ্ণুপুর হাসপাতালে সুপার শুভঙ্কর কয়াল বলেন বায়ো মেডিকেল ওয়েস্ট নিয়ে তাদের একটি সমস্যা ছিল সেটা মিটে গেছে, যে এজেন্সি এটা নিত তাদের ওয়ার্ক অর্ডার সংক্রান্ত নিয়ে একটি সমস্যা ছিল, তবে ইতিমধ্যেই ওই সংস্থার কাজ করতে শুরু করেছে ।
Leave a Reply