দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকের আটটি পঞ্চায়েত সমিতি তেই এদিন তৃণমূল বোর্ড গঠন করল। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন অরূপ সরকার, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মরিয়ম মার্ডি, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন গণেশ প্রসাদ, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির উমা রায়, তপন পঞ্চায়েত সমিতির কৃষ্ণা বর্মন, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির বিউটি সরকার এবং হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সরস্বতী সরকার মন্ডল।
এদিন বোর্ড গঠনের পর বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, বিগত পঞ্চায়েত সমিতির কাজের ধারা অব্যাহত রেখে কাজ করা হবে। গ্রামীণ অঞ্চলের পানীয় জল এবং আলোক ব্যবস্থা উপর জোর দেওয়া হবে। পঞ্চায়েত সমিতি মানুষের জন্য কাজ করে যাবে।
এদিন জেলায় সব কটি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনের পর দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অর্পিতা ঘোষ জানান, দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতি গুলি তৃণমূলের দখলে আসায়, কর্মিরা উদ্বুদ্ধ হবে। লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে এবং দল ভালো ফল করবে।
Leave a Reply