প্রচন্ড বৃষ্টি তে খাড়ির জল বেড়ে যাওয়ার ফলে কালভার্ট হুড়মুড়িয়ে ভেংগে পড়ল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  জলের তরে ভেঙ্গে পড়ল আস্ত কালভার্ট । ঘটনার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী গ্রাম পঞ্চায়েত এর উওর শ্যাম্পুর এলাকায়।গতকাল বৃষ্টির জলে জল জমে বংশীহাড়ির একটি খাড়িতে,গত কয়েকমাস আগে পঞ্চায়েত দপ্তর থেকে উত্তর শ্যামপুরের মানুষের যাতায়াতের জন্য করা হয় খাড়ির উপড় একটি কালভার্ট।প্রচন্ড বৃষ্টি তে খাড়ির জল বেড়ে যাওয়ার ফলে কালভার্ট হুড়মুড়িয়ে ভেংগে পড়ে।ফলে অসুবিধার সন্মুখিন হন খাড়ির দুইপাড়ের বাসিন্দারা। এলাকা বাসীদের অভিযোগ ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করার জন্য সাধারণ মানুষ এর বিপত্তি।কালভার্টের ভেংগে যাওয়ার খবর টেলিফোনে পঞ্চায়েত দপ্তরে জানালে,নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ প্রসাদ ফোনে জানান,ঘটনা তার জানানেই।তিনি সাংবাদিক এর মুখ থেকে প্রথম শূনলেন,তিনি জানান নিম্ন মানের কালভার্ট যদি তৈরি হয়ে থাকে তাহলে ঠিকাদারের যা টাকা বরাদ্দ আছে তা বনধ করে দেওয়া হবে।
এলাকার বাসিন্দারা যাতায়াতের জন্য বাস লাগিয়ে যাতায়াত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *