দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হলো একটি মহতি বস্ত্রদান শিবির। স্বাধীনতাদিবসের পুন্য তিথিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন বলে জানা গেছে। এদিন বালুরঘাটের বালুছায়া সভাগৃহের পাশে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০ থেকে ৬০ জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানের উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্বাধীনতা দিবসের দিন শুধু নিজেরাই আনন্দে মেতে না উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়নের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।
স্বাধীনতাদিবসের পুন্য তিথিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্ট ইউনিয়নের বিশেষ আয়োজন।

Leave a Reply