দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বোর্ড গঠনকে কেন্দ্র করে আহত বিজেপি মন্ডল সভাপতি গণেশ সরকারের বাড়িতে বৃহস্পতিবার গেলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্য নেতৃত্ব। এদিন সুকান্তর সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সরূপ চৌধুরী সহ অনান্যরা। দলের রাজ্য সভাপতিকে পেয়ে আবেগাক্রান্ত আহত গণেশ ও তার পরিবার।
বোর্ড গঠনকে কেন্দ্র করে দিন কয়েক আগে সংঘর্ষ হয় তৃণমূল ও বিজেপির। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ঘটনা। আক্রান্ত হয়েছিলেন বিজেপি মন্ডল সভাপতি ( জেলা পরিষদ)
গণেশ সরকার। তার দুটি পা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বক্তব্য পাওয়া যায় নি।
দলের রাজ্য সভাপতিকে পেয়ে আবেগাক্রান্ত আহত গণেশ ও তার পরিবার।

Leave a Reply