দীর্ঘ বছর ধরে খুব জাঁকজমক আরম্বের ভেতর দিয়ে চলে আসছে চাকদহ বিষ্ণুপুর খেদাইতলার মেলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- চাকদহ বিষ্ণুপুর খেদাইতলার মেলা। শোনা যায় ৩০০ বছরেরও অধিক সময় ধরে চলে আসছে। এই মেলা বেশ কয়েকদিন ধরে চলে নানা দোকানদার পসরা নিয়ে বসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে মা মনসা মেলায় তাদের মনস্কামনা নিয়ে ।মেলা কমিটির সব রকম সুরক্ষা নিয়ে এই মেলার আয়োজন করেন। প্রশাসনিক দিক থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে কোন রূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তার জন্য মেডিকেল ব্যবস্থা আছে এছাড়াও আশা কর্মী অঙ্গনারী কর্মী ক্যাম্প করে আছেন মেলা প্রাঙ্গনে মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রেখে। এই মেলা কে কেন্দ্র করে একসময় বহু সাপুরিয়া সাপ নিয়ে আসতেন মেলায়, কিন্তু প্রশাসনিক চাপে সাপুড়িয়ারা সাপ নিয়ে আর আসেন না। এক কথায় এই মেলা দীর্ঘ বছর ধরে খুব জাঁকজমক আরম্বের ভেতর দিয়ে চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *