পুনঃ-মূল্যায়ন পর্যালোচনায় একটি বৈঠক ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সাথে পুনঃ-মূল্যায়ন পর্যালোচনায় একটি বৈঠক ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। জেলাস্তরে উপস্থিত ছিলেন, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা সভাধিপতি শ্যামাপ্রসাদ লোহার , সহ সভাধিপতি গার্গী নাহা, এসডিও (সদর সাউথ ) কৃষ্ণেন্দু মন্ডল সহ আরও অন্যান্য অধিকারিকগণ। ব্লক স্তরে উপস্থিত ছিলেন সমস্ত ব্লকের উন্নয়ন আধিকারিকগণ। পঞ্চায়েত সমিতির সভাপতি গন, সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্মাণ সহায়করা।
জেলা সভাধিপতি বলেন শ্যামাপ্রসাদ লোহার , নির্বাচিত প্রধান- উপপ্রধানদের বিভিন্ন স্কিম নিয়ে বিস্তারিত জানাতে আজকে আমরা একত্রিত হয়েছিলাম। বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে ফিফটিন ফিন্যান্সের টাকা পড়ে আছে, ইলেকশনের জন্য কাজ করতে পারেনি, আগামী পনেরোই সেপ্টেম্বর এর মধ্যে যাতে বাকি কাজ সমাপ্ত হয় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় আজকের বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *