খবরের জেরে, নড়ে চড়ে বসলো প্রশাসন, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ত সড়ক দপ্তর রাস্তার ধ্বস মেরামতি কাজ শুরু করল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিবনিবাসে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খবরের জেরে, নড়ে চড়ে বসলো প্রশাসন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ত সড়ক দপ্তর রাস্তার ধ্বস মেরামতি কাজ শুরু করল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। প্রসঙ্গত উল্লেখ্য, নিম্নচাপের ফলে গত ৩ দিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। যার প্রভাবে বৃষ্টিপাত শুরু হয় কৃষ্ণগঞ্জের শিবনিবাস সংলগ্ন এলাকাতেও। অভিযোগ, শুক্রবার রাতে শিবনিবাস মন্দিরে যাওয়ার চূর্ণী নদীর উপর সেতুতে ওঠার মুখে পিডব্লিউডির নবনির্মিত একমাত্র রাস্তার একধারে ফাটল লক্ষ্য করেন পথ চলতি স্থানীয় ১ বাসিন্দা। এরপর বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকে। এক রাতের বৃষ্টিপাতের ফলে শনিবার সকালে সেই ফটল ভয়ংকর রূপ ধারণ করে গভীর ধ্বসের সৃষ্টি হয় রাস্তাটির একধারে। কত দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি রাস্তায় গার্ডওয়াল বসিয়ে দেয় স্থানীয় প্রশাসন। অভিযোগ রাস্তাটি মাত্র ২০ থেকে ২৫ দিন আগে তৈরি করেছে পূর্ত সড়ক দপ্তর। নব নির্মিত রাস্তাটি তৈরি হওয়ার পর একমাস কাটতে না কাটতেই সামান্য বৃষ্টিপাতের ফলে ধ্বস নেমে যাওয়ার ঘটনায় রাস্তাটি নির্মাণ করতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠতে শুরু করে স্থানীয়দের পক্ষ থেকে। এরপরেই ঘটনাটি উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায়। খবরের ছেড়ে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সকাল থেকেই উক্ত সড়ক দপ্তরের উদ্যোগে রাস্তা মেরামতির কাজ শুরু হতে দেখা গেল কৃষ্ণগঞ্জের শিব নিবাস মন্দিরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ এই নবনির্মিত রাস্তারটিতে। রাস্তায় ফাটল ধরার খবর সম্প্রচার হওয়ার পর দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু হয় স্বাভাবিকভাবেই খুশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *