পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অর্ন্তগত উত্তর মেচগ্ৰাম গ্ৰাম কমিটির সহযোগিতায় উত্তর মেচগ্ৰামে ক্যারাটে প্রশিক্ষণ শিবির আয়োজন করে হয় সোমবার , এইদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজ সেবী সেক সমিরুদ্দিন, ব্ল্যাকবেল্ট ৭ ডান সেক জইনুদ্দীন, উত্তর মেচগ্ৰাম গ্ৰাম কমিটির সভাপতি রেবতী সেন সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গরা, ব্ল্যাকবেল্ট 3rd ডান কিশোর মাদুলির উদ্যোগে এই প্রশিক্ষন শিবিরটী চলে, এই প্রশিক্ষণ শিবিরের ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেয়া হয়, এবং ১৬ জন ছাত্র ছাত্রী হোয়াইট বেল্ট থেকে ইয়োলো বেল্টে উত্তীর্ণ হয়।
উত্তর মেচগ্ৰামে ক্যারাটে প্রশিক্ষণ শিবির আয়োজন।












Leave a Reply