তৃণমূল বিজেপির গন্ডগোলের জেরে স্থগিত হয়ে গেল উপ সমিতি গঠন প্রক্রিয়া।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গন্ডগোলের জেরে কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের উপ সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই মাঝপথে বন্ধ করে দিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও। এদিন নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের উপ- সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয় কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন ১ নম্বর ব্লক অফিসের সভা কক্ষে। এই দিন ৩৬ জন জয়ী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শাসক বিরোধী শিবির মিলিয়ে ২ জন সাংসদ ১ জন বিধায়ক সহ উভয়পক্ষের দলীয় কর্মী সমর্থকেরা। সমিতিটির আসন সংখ্যা ৩৬ টি। বিগত নির্বাচনে ১৮টি আসনে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি পায় ১৬ টি আসন। সিপিআইএমের ঝুলিতে যায় ২টি আসন। সম্প্রতি সিপিআইএম ১জন জয়ী সদস্য তৃণমূলকে সমর্থন করেন। অভিযোগ, আজকে দুপুর ২টো নাগাদ কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন ১ নম্বর ব্লক অফিসের সভাকক্ষে উপ সমিতি গঠনের ভোটাভুটি শুরু হলে অতর্কিতভাবে গন্ডগোল বেধে যায় সভাকক্ষে উপস্থিত শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থিত সদস্যদের মধ্যে। উভয় পক্ষের মধ্যে বচসার তীব্রতা বৃদ্ধি পেলে রীতিমতো চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায় সভা কক্ষের ভেতরে। ঘটনার মাঝে পড়ে জখম হন বিজেপি সমর্থিত ১ মহিলা জয়ী সদস্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় ভোটাভুটি বন্ধ করে দিতে বাধ্য হন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের বিডিও। বিষয়টি জানাজানি হতেই ব্লক অফিসের বাইরে অপেক্ষারত বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপি সদস্যা জখম হওয়ার প্রতিবাদ জানিয়ে ব্লক অফিস সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর সভাকক্ষের ভেতর থেকে বিজেপি নেতৃত্বেরা বাইরে আসলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উপ সমিতি গঠনকে কেন্দ্র করে এই দিন যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় কৃষ্ণনগর এক নম্বর ব্লক অফিস চত্বর। মূলত এদিনের উপ- সমিতি গঠন প্রক্রিয়া তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোলের জেরে স্থগিত হয়ে যায়। যার ফলে সাময়িকভাবে চাঞ্চলের সৃষ্টি হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।












Leave a Reply