চুরি হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এই রকমের প্রায় 15 টি মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট প্রাপকদের ফিরিয়ে দিল বর্ধমান থানার পুলিশ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-চুরি হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এই রকমের প্রায় 15 টি মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট প্রাপকদের ফিরিয়ে দিল বর্ধমান থানার পুলিশ। শনিবার উদ্ধার হওয়া ফোনগুলি নির্দিষ্ট প্রাপকদের হাতে তুলে দেন ডিএসপি, ট্রাফিক (দুই) রাকেশ চৌধুরী।
বর্ধমান থানার পুলিশের তরফে এই রকমের অভিযান অনবরত চলে আসছে। বিগত দিনেও হারিয়ে যাওয়া বা ছিনতাই হয়ে যাওয়া বহু মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় উপযুক্ত প্রাপকদের। নিজের প্রয়োজনীয় ফোন হাতে পেয়ে খুশি প্রাপকরা ও।
ডিএসপি ট্রাফিক( দুই ) রাকেশ চৌধুরী জানান, বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে একজন কলেজ ছাত্রীর মোবাইল চুরি হয়ে যায়। আমাদের কাছে খবর আসে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ চেক করে একজনকে শনাক্ত করতে সক্ষম হই। ওই ছেলেটির কাজ ছিল যারা রাস্তায় অসচেতন, বিশেষ করে মহিলারা রাস্তায় হয়তো পরিবারের সাথে কথাবার্তা বলতে বলতে হাঁটছেন তাদের টার্গেট করত। আমরা তাকে গ্রেফতার করেছি, এবং যে রিসিভার তাকেও গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *