কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মিড-ডে-মিল কর্মীদের বেতন বৃদ্ধি সহ মোট ১৩ দফা দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে বিক্ষোভ এবং ডেপুটেশনে বসতে চলেছে এআইইউটিইউসি সংগঠনের কর্মীরা। এই দিন কোচবিহার সাব ডিভিশন প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি সনাতন দাস।
তিনি বলেন, একদিকে দুর্গাপূজায় ক্লাবগুলোকে টাকা দিচ্ছে রাজ্য সরকার অথচ অন্যদিকে বেতন বৃদ্ধি দাবি তুললে মিড-ডে মিল কর্মীদের উপরে নেমে আসছে দুর্ব্যবহার, শুধু তাই নয় বৃদ্ধি পেয়েছে বিধায়কদের ভাতা। সম্পূর্ণ ভাতাভিদ্ধিকে নিন্দনীয় বলে দাবি করেছেন তারা। অবিলম্বে এই ভাতা খারিজের দাবিতে আন্দোলনে নামতে চলেছে সংগঠন বলে জানান তিনি।
বেতন বৃদ্ধি দাবিতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে ডেপুটেশনে এআইইউটিইউসি।

Leave a Reply