শহীদ রাজেশ ওরাঙ এর স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের পরিচালনায় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূমের বীর সন্তান শহীদ রাজেশ ওরাঙ এর স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের পরিচালনায় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয় দুবরাজপুর রঞ্জনবাজার স্টেডিয়ামে। এই খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। এদিন ফিতে কেটে খেলার সূচনা করলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুণ্ডু, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, শান্তি গোপ, চিকিৎসক সমীরণ মণ্ডল, ক্লাবের সদস্য বীরেন ওরাঙ সহ ফুটবল প্রেমী মানুষজন। এই খেলায় বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা এবং বিজীত দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা দেওয়া হবে। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বাড়ে। গতবারেও এই ক্লাব ফুটবল টুর্নামেন্ট করেছিল। খুব ভালো লাগছে যে নেশাগ্রস্তদের খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে৷ অন্যদিকে রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের সদস্য শান্তনু ভট্টাচার্য জানান, বর্তমান সমাজে যুব সমাজ নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাদের খেলার মধ্য দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *