আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার বড়জোড়ায় বেসরকারী কারখানায় দুর্ঘটনা, বিদ্যুতের শকে গুরুতর আহত এক শ্রমিক। একই কারখানায় বারংবার দুর্ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
ফের বড়জোড়ার একটি বেসরকারী কারখানায় দুর্ঘটনা। বিদ্যুতের শকে গুরুতর জখম হলেন এক শ্রমিক। রাকেশ কুমার যাদব নামের আহত ওই শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে রেফার করা হয় আহত ওই শ্রমিককে।
বাঁকুড়ার বড়জোড়া বিডি গোয়েল মেটাল এন্ড পাওয়ার নামের একটি বেসরকারী কারখানায় গত ৩০ মে চুল্লি ফেটে আহত হন ৭ জন শ্রমিক । এরমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আজ দুপুরে ফের ওই কারখানাতেই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হন রাকেশ কুমার যাদব নামের ওই কারখানায় কর্মরত ভিন রাজ্যের এক শ্রমিক। বারংবার ওই কারখানায় দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।
Leave a Reply