পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ডেঙ্গু নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের তরফে করা হচ্ছে সর্বাত্মকভাবে প্রচার। পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও। জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় করা হচ্ছে ডেঙ্গু সচেতনতা প্রচার। বিশেষ করে গ্রামাঞ্চলে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতা প্রচার করা হচ্ছে। সেই মর্মে সোমবার বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে আলিশা বাসস্ট্যান্ডের শেষ হয়। পাশাপাশি আলিশা বাসস্ট্যান্ডে আগত সকল যাত্রীদের মধ্যেও ডেঙ্গু সচেতনতা প্রচার করা হয় বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই ডেঙ্গু সচেতনতা প্রচার র্যালিতে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মন্ডল, বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ,বর্ধমান দুই ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল,পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ নিখিল হালদার, পঞ্চায়েত সেক্রেটারি তারক বিশ্বাস, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ চক্রবর্তী,মোজাম্মেল শাহ,কাঞ্চন ঘোষ,রেনুকা দাস সুধাংশু রায়,প্রদীপ টুডু,প্রশান্ত সরেন, মাম্পি বিশ্বাস,যুথিকা দাস সহ পঞ্চায়েতের ভিআরপি, ডি এস টি, ভিসিটি গ্রুপের সকল কর্মচারীগণ ও জনসাধারণ।
ডেঙ্গু সচেতনতা প্রচার করা হয় বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।

Leave a Reply