বর্ধমান শহরে সাড়ে তিনশো বছরের পুরনো মোহন্ত রাজার বাড়ি টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে বর্ধমান শহরে। এই টানা বৃষ্টির জেরে বর্ধমান শহরে ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৩৫০ বছরের মোহন্ত স্থলে মোহন্ত রাজার বাড়ি। গতকাল মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই রাজ আমলে তৈরি এই বাড়ি। মোহন্ত স্থল ভেঙে পড়ার ফলে টানা ১৪ঘণ্টা যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। সকালে এলাকা পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তার পরিদর্শনের পরই ভগ্নস্থল পরিষ্কারের কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা দেবব্রত সিংহ রায় বলেন, প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো এই বাড়ি। বহুদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল বাড়ির ভেতরে বিভিন্ন রকম গাছ গজিয়েছিল। ফলে এই টানা বৃষ্টির জন্য ছাদের যে ভগ্নপ্রায় অবস্থা সেটা আর ভার সহ্য করতে পারিনি। এখানে অবস্থিত মন্দিরের সদস্যরা দেখেন যে বাড়ির কিছু টুকরো করছে তাদের পড়ছে তৎক্ষণাৎ এখান থেকে তারা সরে যান এবং এই রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসনকে খবর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *