পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – গতকাল দুপুর দুটোর সময় বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অ্যান্টি সবোটেজ চেকিং এবং প্ল্যাটফর্ম চেকিং চলছিল সেই সময় বর্ধমান জিআরপি থানার ওসি চিন্তা হরন সিনহা সূত্র মারফত জানতে পেরে বর্ধমান প্ল্যাটফর্ম ছয় ও সাত নম্বর প্লাটফর্মে আসানসোলের দিকে এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় আটক করে জিআরপি।যার নাম আশিস হালদার বাড়ি নদীয়ার চাকদায় এবং জিআরপির পক্ষ থেকে তল্লাশির পর তার কাছে থেকে বিভিন্ন ধরনের নয়টি ব্যাগ পাওয়া যায়,যার মধ্যে 146 টি জ্যান্ত কচ্ছপ পাওয়া গেছে উক্ত ঘটনার পর বর্ধমান জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়।তার বিরুদ্ধে যার নাম্বার 47/23 dtd 5/10/23 u/s 51 wild life protection Act’1972।আজ উক্ত অপরাধীকে বর্ধমান মহামান্য আদালতের নিকট হাজির করা হবে। সহকারি বিভাগীয় বনআধিকারিক সোমনাথ চৌধুরী বলেন, বর্ধমান জিআরপির তল্লাশি করে বর্তমান প্লাটফর্মের ৬ এবং ৭ নম্বর প্লাটফর্মের থেকে ১৪৬ টি কচ্ছপ উদ্ধার করে। জানা যাচ্ছে যে মুম্বাই মেলে কচ্ছপ গুলি আসানসোলে আসে এবং তারপর সেখান থেকে বর্ধমান প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি সঠিকভাবে বলতে পারছেন না যে কোথা থেকে নিয়ে আসা হয়েছে। উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ মহামান্য আদালতে তোলা হবে ওনাকে।
146 টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার বর্ধমান প্ল্যাটফর্ম থেকে

Leave a Reply