মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি আজও প্রচলিত আছে, সেই রীতি অনুযায়ী পূর্ব বর্ধমানের সদর ঘাটে দামোদর নদীর তীরে সমাগম হয়েছিল আগত বহু মানুষজনের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – মহালয়া পূর্ণ লগ্নে তর্পনের ভিড় পূর্ব বর্ধমান জেলার দামোদরের ঘাটে। শনিবার তর্পন সাড়তে সদরঘাটের দামোদর নদের তীরে আসেন বিভিন্ন প্রান্তের মানুষজন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় মাতৃ পক্ষের আরাধনা। এদিন আক্ষরিক অর্থে সূচনা হয় দুর্গাপুজোর। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি আজও প্রচলিত আছে, সেই রীতি অনুযায়ী পূর্ব বর্ধমানের সদর ঘাটে দামোদর নদীর তীরে সমাগম হয়েছিল আগত বহু মানুষজনের। বেলা বাড়ার সাথে সাথেই মানুষের ঢল নামার চিত্র ছিল চোখে পড়ার মতো।
হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোকগমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ-পূর্বক স-তিল জল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন মহালয়ার শুভ দিনে। শনিবার তর্পনের উদ্দেশ্যে আসা সকলের নিরাপত্তার স্বার্থে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *