জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

পুর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল রাজ্য রাজনীতিতে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়াতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জড়িত রয়েছে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই রেশন দুর্নীতির ঘটনায় ED র স্ক্যানার ২৫ টি মোবাইল ফোন,এই ফোন গুলি তদন্তের মোর ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে গোয়েন্দারা। এবার সেই প্রসঙ্গ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক সব সময় যোগাযোগের জন্য তার পার্সোনাল সিকিউরিটি ও মনীষের তাদের বিভিন্ন whatsapp এবং তার ডেটা যদি বের করতে পারেন তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাদিনে কতবার কথা বলেন, এবং এই দুর্নীতি যে করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করেছেন, তিনি আরো বলেন আমাদের তিনটি জিনিস মৌলিক অধিকার ও আমাদের প্রয়োজন একটি হলো খাদ্য তার মন্ত্রী জেলে, আরেকটি হলো শিক্ষা তিনি আগেই জেলে চলে গেছেন, পড়ে রইলো স্বাস্থ্য মানুষজন অপেক্ষা করছে তিনিও ভাবে জেলে যাবেন, অন্যদিকে বিশ্বভারতীর নাম ফলক বিতর্কে এবার উপাচার্যকে বাড়ি থেকে টেনে বের করে আনার হুঁশিয়ারি দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ গদাধর হাজার মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন ওই দেড় পয়সার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীর কথায় কোন মন্তব্য করবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *