পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বার্ধক্য জনিত কারণে বেশ কয়েকদিন ধরে অসুস্থ কংগ্ৰেস নেতা ইমদাদ আলী।পুরনো সহকর্মীর অসুস্থতার খবর পয়ে আজ বর্ধমান শহরে ইমদাদ আলীর বাড়িতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে ছিলেন বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রমানিক,১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেকাব আলম।প্রবীন কংগ্রেস নেতা ইমদাদ আলী দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন।ইন্দ্রিরা গান্ধী,প্রনব মুখার্জির সাথে নানা মিছিল মিটিংএ উপস্থিত ছিলেন।প্রবীন নেতা কংগ্ৰেস আমলে আই এন টি আউ সির জেলা সভাপতির দায়িত্বও পালন করেন। ইমদাদ আলীর সাথে কংগ্রেস করেছিলেন
বর্তমান তৃণমূল কংগ্রেসের মন্ত্রী স্বপন দেবনাথ।১৯৯৮ সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন স্বপন দেবনাথ। কংগ্রেসের প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেননি ইমদাদ আলী।
পুরনো সহকর্মীর অসুস্থতার খবর পয়ে আজ বর্ধমান শহরে ইমদাদ আলীর বাড়িতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

Leave a Reply