পুজো উদ্বোধন করতে এলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

পঃ মেদিনীপুর, নিজস্ব: – অলিগঞ্জ স্টার ক্লাবের পুজো উদ্বোধন করতে এলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।এ বছর ৩৪ তম বর্ষে পড়লো এ ক্লাবের কালীপুজো। পুজো উদ্বোধনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া কিন্নরীদের বিশেষ সম্বর্ধনা সাংসদের। এরপর দিলীপ ঘোষ সবার সঙ্গে ছবি তুলেন এবং স্বদেশী মাটির প্রদীপ বিলি করেন স্থানীয়দের মধ্যে।বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন সমাজের এই পিছিয়ে পড়া কিন্নরীদের সমাজের সামনে আনতে হবে, যাদের আশীর্বাদ একান্তই প্রয়োজন।তাছাড়া এ কালীপুজোয় স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে সকল ভারতবাসীকে,বর্জন করতে হবে চাইনিজ দ্রব্য। সাংসদ দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত কুমার দাস,জেলা সভাপতি সুদাম পণ্ডিত,রমা গিরি,সমীর মন্ডল,সংকর গুছাইত।এইদিনে পুরো অনুষ্ঠানের দায়িত্ত্ব ভারে ছিলেন অচিন্ত্য যারিক, পারিজাত সেনগুপ্ত,শান্তা বাগচী প্রমুখ। মূলত স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা মেদিনীপুর লোকসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জুন মালিয়া হওয়া
এবং জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন জুন মালিয়া জীবনে লুডু খেলেছেন! আদৌ তিনি কখনো লড়াই করেছেন বলে আমার মনে
হয় না। তবে এইটুকু উনার উদ্দেশ্যে বলতে পারি
“আমরা খেলা হবে বলি না,আমরা খেলা করি। সেটা২০২৪ এর লোকসভা নির্বাচনে দেখিয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *