গোবর্ধন পূজা এবং অন্যকূট উৎসবের যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  আজ মেচেদা ইসকন মন্দিরে গোবর্ধন পূজা এবং অন্যকূট উৎসবের যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে এসে গো পূজা করতে দেখা যায় বিরোধী দলনেতাকে এবং খঞ্জনি বাজিয়ে কীর্তন করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন যে আমাদের গোশালা বাড়াতে হবে গো রক্ষা করার জন্য গোশালা দরকার বিভিন্ন জেলাতে থাকলেও পূর্ব মেদিনীপুর জেলায় তেমন ঠিকমতো নেই, আমি এই ইসকন মন্দিরের সাথে যুক্ত প্রতিবছরই আছি এ বছরও তা অন্যতা হলো না,
পূর্ব মেদিনীপুরের মেছেদা ইসকন মন্দিরে গোমাতার পুজো করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করেন মালা পরান তিনি।
ইসকন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী কে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। যদিও এই ইস্কন মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারী নিজেই। তাই ভক্তদের মাঝে তিনি করতল হাতে নিজে কীর্তন করলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মন্দিরে কোন রাজনৈতিক বক্তব্য রাখবো না, জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে বলেন কেন পবিত্র জায়গায় চোর ছ্যাচ্চোড়দের নাম বলে পবিত্র জায়গাকে অপবিত্র করছেন আমি মন্দিরে রাজনীতি করতে আসিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *