পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। গতকাল সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।লক্ষ্মীলাভের আশায় রাজ্যে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মঙ্গল ও বুধবার এই দু’দিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন ও ধনধান্য অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। দেশ- বিদেশের বিখ্যাত শিল্পপতিরা এই দু’দিন উপস্থিত হবেন রাজ্যে। রিলায়েন্স গ্রুপের কর্তা মুকেশ আম্বানি, আদানি গ্রুপের প্রতিনিধি দল-সহ প্রায় 35 জন শিল্পপতি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনের শহর বর্ধমানের বিভিন্ন ব্যাবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ধান্য ব্যাবসায়ী সমিতির কনভেনর বিশ্বজিৎ মল্লিক, বিশিষ্ট ব্যাবসায়ী মাহেন্দ্র সিং সালুজা সহ বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ।
কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, আমন্ত্রিত শহর বর্ধমানের বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ।

Leave a Reply