আগুনের লেলিহান শিখা – পাশের জমিতে ছড়িয়ে গ্রাস করলো ১৫ কাঠা জমির পাকা ধান।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পোয়ালে ধরানো আগুনের লেলিহান শিখা – পাশের জমিতে ছড়িয়ে গ্রাস করলো ১৫ কাঠা জমির পাকা ধান। আর এই দৃশ্য দেখে – বাকি ফসল টুকু বাঁচাতে দিশেহারা হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার মতো উপক্রম লিজ নেওয়া কৃষকের ,

যদিও স্থানীয় কৃষকরা পাশে দাঁড়িয়ে সামাল দিচ্ছেন তাঁকে, যা দেখলে আপনাদের চোখের জল ধরে রাখতে পারবেননা

ঘটনা বাঁকুড়ার কোতুলপুড়ে।

সূত্রে খবর হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কেটে নেওয়ার পরে সেই জমির পুয়াল হাতে করে পরিষ্কার না করে কিছু শ্রেণীর কৃষকরা সেই জমিতে আগুন ধরিয়ে দিচ্ছে যা খুব দ্রুত পুড়ে জমি পরিস্কার হয়ে যাচ্ছে,,, এতে একদিকে যেমন মাটির ভারসাম্য হারাচ্ছে সেই সাথে নানান অণুজীব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যার জেরে সেই জমির মাটি শক্ত হচ্ছে পরবর্তী ফসল গুলো ভালো ভাবে হচ্ছেনা ।

সে রকমই আজ এক কৃষক তাঁর জমির পুয়ালে আগুন লাগিয়ে দেয় এবং তাঁর কিছুক্ষণ পরে পাশের পাকধান জমিতে সেই আগুনের লেলিহান শিখা লেগে যায়,, যার জেরে এক কৃষকের 15 কাঠা লিজ নেওয়া জমির ধান পুড়ে ছারখার হয়ে যায়,, খবরাখবর যায় গোটা গ্রাম জুড়ে, ঘটনাস্থলে গ্রামবাসীরা আসলেও সবরকম চেষ্টা করে সেই আগুনকে আইত্তে আনতে পারেনি তাঁরা ,, খবর যায় স্থানীয় প্রশাসনে আধিকারিকরা পৌঁছেছে ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখছে এমনটাই খবর—

* আর এই ঘটনার জেরে অভিযুক্ত ছেলে দৌড়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে,,,, তার খোঁজ খবর শুরু করেছে আধিকারিকরা,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *