তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে ১৯ তম জেলা বইমেলার আয়োজন করা হয়, উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীরা উপস্থিত থাকলেও উপস্থিত নেই বইপ্রেমীরা।

পূর্ব মেদিনীপুর-তমলুক, নিজস্ব সংবাদদাতা:– পশ্চিমবঙ্গ সরকারের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে ১৯ তম জেলা বইমেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ১৯ তম বইমেলায় হাতে গোনা কয়েক জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চে অতিথির আসন পরিপূর্ণ থাকলেও দেখা নেই বই প্রেমিদের। এবারে বই মেলার থিম” ভাষা শিখবো বই লিখবো। জেলা বই মেলা চলবে আগামী ৬ ই ডিসেম্বর পর্যন্ত। প্রত্যহ সাড়ে ১২ টা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে। ১৯ তম জেলা বই মেলায় মোট ৭৪ টি বইয়ের স্টল রয়েছে। বই মেলায় বই বিক্রি বাড়ুক জেলা বইমেলায় এইটাই চাইছেন রাজ্যের মন্ত্রীরা। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, অতিরিক্ত জেলাশাসক সাধারণ অনির্বাণ ভট্টাচার্য, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *