ফুলিয়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময় চৌধুরী কলা উৎসবে মূর্তি এবং ভাস্কর্যের প্রতিযোগিতায় জেলা এবং রাজ্যের মধ্যে প্রথম হল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ কলা উৎসবে মূর্তি এবং ভাস্কর্যের প্রতিযোগিতায় জেলা এবং রাজ্যের মধ্যে প্রথম হল ফুলিয়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময় চৌধুরী। ফুলিয়া শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময় ছোটবেলা থেকেই অভাব এবং আর্থিক অনটন দেখেই বড় হয়েছে। বাবার চোখের রেটিনা শুকিয়ে যাওয়ার কারণে ঠিকমত চোখে দেখতে পারেনা। অন্যের কারখানায় সুতোর রঙের কাজ করেন তিনি। তবে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই কারণেই শত বাধা-বিপত্তির মাঝেও ছোটবেলা থেকে মূর্তি এবং ভাস্কর্য বানানো শিখতে শিখতেই দ্বাদশ শ্রেণীর যুবক তন্ময়। বর্তমানে জেলা তথা রাজ্যের মধ্যে প্রথম হয়ে নাম উজ্জ্বল করেছে পরিবারসহ গোটা এলাকার। তন্ময় জানায়, ছোটবেলা থেকেই তার বিভিন্ন মূর্তি এবং ভাস্কর্য যারা বানাতেন তাদের দেখে আগ্রহ বাড়তে থাকে। তবে আর্থিক অভাব অনটনের কারণে বাড়িতে এসে কথা মুখ ফুটে বলতে পারেনি কখনও। এরপর কোনরকম প্রশিক্ষক ছাড়াই নিজে নিজেই কিছুটা অভিজ্ঞদের দেখে এবং বাকিটা নিজের ক্ষমতার বলেই ধীরে ধীরে সে শিখেছে এই কাজ। স্কুল এবং টিউশন এর পাশাপাশি মনোযোগ সহকারে সে নিজের কারিগরি বিদ্যাকে প্রতিনিয়ত অনুশীলনের দ্বারা করে তুলছে আরও ধারালো। তবে তার এই সফলতার পেছনে তার বাবা-মায়ের ভূমিকাও অনস্বীকার্য। শত দারিদ্রতার মাঝেও ছেলের এই প্রতিভা গুন দেখে বেশ কিছু প্রতিবেশীদের কথাতেই মাস ছয়েক আগে ছেলের জন্য রেখেছেন একজন প্রশিক্ষক। যাতে ভবিষ্যতে তাদের ছেলে শুধু ফুলিয়া নয় নাম উজ্জ্বল করতে পারে সমগ্র দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *