কৃষ্ণনগর শক্তিনগরে বোমা বিস্ফোরণে যখম এক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সূত্রের খবর কৃষ্ণনগর শক্তিনগরে পাশেই দেওয়ালের পাশে রাখা ছিল দুটি তাজা বোমা । আর সেখানেই বোমা ফেটে আহত একজন রাজমিস্ত্রি, সূত্রের খবর ওই রাজমিস্ত্রি বাথরুম করার জন্য ওই দেওয়ালের পাশে জঙ্গলে গিয়েছিলেন । তখনই ওই বোমা সেখানে বিস্ফোরিত হয়, এবং গুরুতর আহত হন ওই রাজমিস্ত্রি। জনবহুল এলাকায় এরকম বিস্ফোরণে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা । বিস্ফোরণ স্থানের পাশের এলাকাবাসীরা জানাচ্ছেন তারা সকলে শুনতে পান বিকট আওয়াজ, বাইরে বেরিয়ে দেখেন চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে । তখনই একজন রাজমিস্ত্রিকে আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে থাকতে দেখেন ,তৎক্ষণাৎ এলাকাবাসীর তৎপরতায় আহত ওই রাজমিস্ত্রিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরবর্তীতে কৃষ্ণনগর কোতোয়ালি থানাযর পুলিশকে বিষয়টি জানানো হলে ,পুলিশ গিয়ে পরিত্যক্ত অপর বোমাটি উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করে ।এলাকাবাসীরা আরো জানাচ্ছেন এর আগে এইরকম ঘটনা এই এলাকায় কখনোই ঘটেনি ,এলাকায় প্রচুর বাচ্চারা খেলাধুলা করে এই ঘটনার পর এলাকার মানুষ যথেষ্টই আতঙ্কিত । যদিও ওই বোমা গুলি কোথা থেকে এল, কে রাখল, তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *