পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল অর্থাৎ শুক্রবার কল্যাণী বিধানসভার বিজেপি যুব মোর্চার কর্মী মিহির কুমার বিশ্বাসের উপর তৃণমূল দুষ্কৃতীর দ্বারা হামলার অভিযোগ তুলে শনিবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করল বিজেপির নেতাকর্মীরা,এই দিন উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গৌতম কৌরী, মন্ডল সভাপতি অজিত মন্ডল সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা,তবে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতাহীন ছিল পুলিশ বাহিনী। এই দিন এই পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তৃণমূলের বিরুদ্ধে হামলার ঘটনার অভিযোগ তুলে চন্দ্রকোনারোডে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ BJP র।

Leave a Reply