নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুরসভার এক সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানাজায় আজ রাত আনুমানিক ৯ টা নাগাদ নদীয়ার শান্তিপুর সাহাপাড়া রাজাপুর অদ্বৈত মার্কেটের দুই তলা থেকে ১৮ বছর বয়সী এক যুবক পড়ে যায়। ওই যুবকের নাম দিপু মুখী।
পরিবার সূত্রে জানা যায় মদ খেয়ে বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যায় দিপু । এমনটাই অনুমান পরিবারের। পারিবারিক কোনো অশান্তি ছিল না বলেই জানা যায় । তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে আসেন শান্তিপুর থানার পুলিশ, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
এক সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

Leave a Reply