পূর্ব মেদিনীপুর তমলুক, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান বাংলার সরকার চোরের সরকার মনে করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। ছোট বড় সভাতে চোর চোর শ্লোগান হাতিয়ার করছে বিজেপি। আর সেই বিজেপি বাংলায় ব্যাতিক্রমী রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার জন্য রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে তমলুকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়ও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, রাজ্য ও জেলার বিভিন্ন নেতৃত্ব। এদিনের প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও তার পরিষেবা গুলি প্রদর্শনী হিসাবে তুলে ধরা হয়। পঞ্চায়েত নির্বাচনের রাজ্যে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরে আগামী পাঁচ বছর সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করতে তা প্রশিক্ষণে তুলে ধরা হয়। সামনেই লোকসভা নির্বাচন তার আগেই দলের নেতা কর্মীদের মতো পঞ্চায়েত সমিতির জয়ী পার্থীদের কর্ম পদ্ধতি তুলে ধরা হয়।
এদিন প্রশিক্ষণ শিবিরের দলের জয়ী প্রার্থীদের কাজ করা রণকৌশল জানালে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে কলকাতা রওয়ানা দেন। তবে জেলা সভাপতি বিধায়িকা তাপসী মন্ডল বলেন, আমরা একটি ব্যক্তিকর্মী দল গড়ে তুলতে চাই। তাই দলের জয়ী প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ করার প্রশিক্ষণ দেওয়া। যাতে চোর সরকারের কাজের প্রতিবাদ করে সাধারন মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকার পায় তার ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। তিন রাজ্যে বিজেপির জয়ের পর বাড়তি অক্সিজেন পেলো বিজেপি নেতা কর্মীরা। তাই দলকে আরও শক্তিশালী করতে এখন থেকেই ২৪ জন্য লড়াই শুরু বিজেপির।
নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুভেন্দুর।

Leave a Reply