পটাসপুরের বিধায়ককে আয়কর নোটিশ, রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দপ্তরের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাসপুরের বিধায়ককে আয়কর নোটিশ। রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দপ্তরের। আগামী জানুয়ারি ১০তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফৎ আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ বলেই সুত্রেই খবর। বেশ কয়েক কোটির গরমিল বলেই খবর।যদিও বিধায়ক বা জেলা পরিষদ সভাধিপতি এই ধরণের কোনো নোটিশ এখনো হাতে পাননি। পেলেই আইন মাফিক ব্যাবস্থা। পাল্টা রাজনৈতিক চক্রান্ত করার অভিযোগ তুলেছেন বিরোধী বিজেপির দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *