নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে পথের ধারে বসে থাকা অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এই শীতে রাতের অন্ধকারে অসহায় দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দিতে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা ফাউন্ডেশন। শনিবার রাতে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে একযোগে এই শীত বস্ত্র বিতরণ করে সংগঠনের সদস্যরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়া হয় কম্বল। ওই স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান সমরেশ পাল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে জয় বাংলা ফাউন্ডেশন। এ বছর রাতে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল। এই উদ্যোগকে সাধুবাদ জানিছেন স্থানীয় বাসিন্দারা।
শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়া হলো কম্বল।

Leave a Reply